লামা (বান্দরবান) প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় জবর দখলকারীদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ খলিলুর রহমান এর পরিবার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় লামা প্রেস ক্লাব রুমে আয়োজিত সংবাদ সম্মলনে বীরপত্নি রাবেয়া খাতুনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জামাল উদ্দিন। সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন বলেন, লামা উপজেলা সদর ইউনিয়ন ২৯৩ নং ছাগল খাইয়া মৌজায় আমাদের বাবা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান এর নামে বন্দোবস্তিকৃত আর/১০৬ নং হোর্ডিংয়ে তৃতীয় শ্রেণির চার একর ৯০ শতাংশ জমি রেকর্ড ও দখলে রয়েছে। বিগত তিন বছর আগে আমরা সেকানে রিসোর্ট নির্মাণ করে লামাকে দেশবাসী দৃশ্যপটে এনেছি। সম্প্রতি জবর দখলকারী চক্রটি জায়গার একাংশ করে নেয়ার উদ্দেশ্যে এই চক্রটি এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যে, পুলিশ প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে। এ ব্যপারে লামা থানায় দু’টি সাধারণ ডায়েরি করলেও পুলিশ ব্যাবস্থা নিচ্ছেন না। জবর দখলকারী গ্রুপটি এতটাই উগ্র, কোনো মহলের কথা, সিদ্ধান্ত মানছেন না তারা। সব জেনেও প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার। সংবাদ সম্মেলনে জামাল আরো বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ২০০৫ সালে মারা যান। অথচ আজ একজন মুক্তিযোদ্ধার জমি দখল করে নেয়ার জন্য উল্লেখিত ভুমিদস্যুরা অপতৎপরতা অব্যাহত রেখেছে, দেখার যেন কেউ নেই। নিরুপায় হয়ে আপনাদের শরনাপন্ন হয়েছি যেন আপনাদের লিখুনির মাধ্যমে উধ্বর্তন কর্তৃপক্ষ ও দেশবাসী জানতে পেরে আমাদের জমিটি ভূমিদস্যু গ্রুপের আগ্রাসন থেকে নিরাপদ থাকে। বর্তমানে জবর দখলকারীদের বাহিনীর হুমকি ধমকীর কারনে চরম নিরাপক্তা হীনতায় রয়েছি আমরা। আমরা দরিদ্র পীড়িত ৫ ভাই বোন অর্থ সংকটে জমিটির কিছু অংশ অন্যত্র বিক্রি করেছি। বাকি অংশে বিক্রি ও কার্যক্রম করতে চাইলেও জবর দখলকারী বাহিনীর ভয়ে এখন কিছু করা যাচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ভূমিদস্যু, চাদাঁবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ছাড় দিবেন না মর্মে বারবার মিডিয়ার সামনে বলে থাকেন। এটাই যদি হয়ে থাকে আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এর বাস্তবায়ন চাই। আমাদের উপর ভূমি জবর দখলের অপচেষ্টা রোধে প্রশাসন কোনো ভূমিকা না নিলে, আমরা বীর মুক্তিযোদ্ধার পরিবার আমৃত্যু অনশন কর্মসূচি পালন করা ছাড়া উপায় থাকবে না। আমি আমাদের জমি দখল মুক্ত করতে সকল প্রশাসনের সহযোগিতা কামনা করি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন। জবর দখলকারী হিসেবে সংবাদ সম্মেলনে যাদের নাম উল্লেখ করা হয়, তারা হচ্ছে; সাফায়েত হোসেন রাসেল, আনোয়ার মোঃ শরীফ, মোঃ মামুন মিয়া, শওকত আলম, রবিউল ইসলাম খোকা, রুবেল হাসান, রবিউল আলম ইরান, মোঃ মিরাজ মিয়া, সহ আরও অজ্ঞাতনামা ৪০/৫০ জন। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়,গত জুলাই আগষ্ট/২০২৪ বিপ্লবের পর উপরে বর্ণিত এই সকল ব্যক্তিরা সম্পূর্ণ বেআইনী ভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরিঞ্জা ভ্যালীতে জবর দখল করতে উঠে পড়ে লেগেছে। বিপ্লবের পরবর্তী সময়কে উপরে তারা ভূমি জবর দখলের মোক্ষম সময় হিসেবে বেঁছে নিয়েছে।