জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে গত ৫ নভেম্বর নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া বাংলাদেশের দক্ষিণ সীমান্ত এলাকা টেকনাফের ২০ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা।
এদিকে আরাকান আর্মির হাতে আটক থাকা অসহায় জেলেদের ফেরত না দেওয়ার কারণে জেলে পরিবারের মধ্যে দেখা দিয়েছিল উদ্বেগ আর উৎকণ্ঠা।
পাশাপাশি সংঘটিত ঘটনার পর থেকে সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের অক্ষত অবস্থায় ফেরত আনতে ওপার সীমান্তের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে যোগাযোগ তৎপরতা বৃদ্ধি করতে থাকে।
অবশেষে টেকনাফ সীমান্ত প্রহরী ২ বিজিবির সার্বিক সহযোগিতায় ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালের দিকে অত্র উপজেলার অন্তর্গত শাহপরীরদ্বীপ জেটি ঘাঁট দিয়ে ২০ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ সময়ের কন্ঠস্বরকে সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া জেলেদেরকে অক্ষত অবস্থায় ফেরত আনার জন্য মিয়ানমার সংশ্লিষ্ট বাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। কেন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল সে বিষয়েও জোর প্রতিবাদ জানিয়েছিলাম।
অবশেষে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার সুফল হিসেবে ২০ জেলেকে আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি বলেও জানান এই কর্মকর্তা।
এরপর তারা জানিয়েছেন আমাদের জেলেরা তাদের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছিল। উক্ত অপরাধে তারা তাদেরকে ধরে নিয়ে গেছে।