মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধি।
বোদা উপজেলার ব্যাং হারি ইউনিয়নে গতকাল সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায় ব্যাং হারী ইউনিয়নে ৪ নং ওয়ার্ড মানিকপীর ফাজিল মাদ্রাসায় যুবদলের কর্মীসভা চলছিল হঠাৎ দুষ্কৃতিকারীরা উক্ত স্থানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তিনজন আহত হয়। খবর পেয়ে দ্রুত ছুটে যান বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন।বোদা থানার অফিসার ইনচার্জ বলেন উক্ত স্থানে যুবদলের কর্মীসভা চলছিল হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে বোদা থানা পুলিশ চারটি ককটেল ও দেশীও অস্ত্র উদ্ধার করেছে। কোন অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।