আব্দাহিয়ুর রহমান আপেল, স্টাফ রির্পোটার।
লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী থেকে সরাসরি ঢাকা গামী যে দুটি আন্তঃ নগর ট্রেন আছে সেগুলোর বুড়িমারী থেকে সরাসরি ঢাকা চালুর দাবিতে বুধবার রাতে বিভিন্ন স্টেশনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ জানায় সুশীল সমাজ কর্তৃক গঠিত আন্দোলন সংগ্রাম পরিষদ।এতে বক্তব্য রাখেন – সমন্বয়ক আন্দোলন বাস্তবায়ন পরিষদ ; জনাব কমরেড শওকত হোসেন আহমেদ, সমন্বয়ক কমিটির সদস্য – মোঃ ফারুক হোসেন, মহিউদ্দিন মতি, মোঃ ফিরোজ হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ তাওহীদ ইসলাম এবং বাউরা এলাকার সমন্বয়ক- সহকারী অধ্যাপক জনাব আবু সাঈদ।কর্মসূচির উদ্দেশ্য – ১. বুড়িমারী থেকে সাধারণ জনগণ যেন সরাসরি ঢাকাগামী দুইটি ট্রেনের মাধ্যমেই যেতে পারে। ২. সময় ভোগান্তির থেকে সাধারণ জনগণকে সময়ের অপচয় রোধ করার লক্ষ্যে যৌক্তিক দাবি হিসেবে উপস্থাপন। ৩. সাধারণ জনগণ যাতে সহজ ভাবে ট্রেনের মাধ্যমে ঢাকা যেতে পারে সেই সুবিধা সবার মাঝে পৌঁছে দেয়া। ৪. এলাকার ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের জন্য আন্তর্জাতিকের সরাসরি যাতায়াতের প্রয়োজনীয়তা অনুভবের মাধ্যমে যেন ব্যবসায়ী ও পণ্যবাহী বগি সংস্থাপনের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর থেকে সহজভাবে পণ্য ঢাকা সহ সারাদেশে পন্য সেবার মান উন্নয়ন সংঘটিত করা।বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত প্রতিটি প্লাটফর্মে এরকম সাধারণ জনগণের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তারা অনতিবিলম্বে বুড়িমারী এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন দুটি বুড়িমারী স্টেশন থেকে লালমনিরহাট পর্যন্ত প্রত্যেকটি স্টেশনে থেমে ঢাকা গামী যাত্রীদেরকে সেবা প্রদানের জন্য চালু হবে বলে জোর দাবি জানান।