মানছুর রহমান জাহিদ,পাইকগাছা প্রতিনিধি, খুলনা ।।
খুলনার পাইকগাছার দেবদুয়ার শেখ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ও শেখ মাহদী আহম্মেদ পাবলিক লাইব্রেরী কর্তৃক আয়োজিত খেলার উদ্ধোধন করেন খুলনা জেলা পুলিশ সুপার নাঈমুল হাসান। তিনি কবুতর উড়িয়ে ও বল মেরে খেলার উদ্ধোন করেন। সোমবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত খেলায় অংশ নেয় ধামরাইল খুরশীদ ফুটবল একাদশ ও কপিলমুনি স্পোটিং ক্লাব ফুটবল একাদশ। খেলা গোল শুন্য হওয়ায় ট্রাইবেকারে মাধ্যমে কপিলমনি একাদশ ৩-১ গোলে ধামরাইল একাদশকে হারিয়ে জয় লাণ করে।এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড, শেখ অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আব্দুল কাদির , শেখ বেনজীর আহম্মেদ লাল, মঈনুল ইসলাম, কাজী আব্দুস সালাম বাচ্চু, জিএম মিজানুর রহমান, শেখ আসাদুজ্জামান, খান হেলাল উদ্দীন লুটাস। উপস্থিত ছিলেন জামির হোসেন, শেখ জিয়াউল ইসলাম ও শাহাবুদ্দিন গাইন প্রমুখ।