মানছুর রহমান জাহিদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ইজি বাইক ও মাহিন্দ্র মালিক সমিতি- ২০২৪ এর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। নির্বাচন শেষে কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, মোট ১১৮ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। তিনি আরও বলেন, সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতায করেছেন। যার মধ্যে ইসমাইল মোল্ল্যা (বেতবুনিয়া) ছাতা প্রতীকে ৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাকের সরদার (সোলাদানা) মোমবাতি প্রতীকে ৫০ ভোট, শফিকুল ইসলাম (পাইকগাছা) ডাব প্রতীকে ৫ ভোট পেয়েছেন। এ ছাড়াও লাইন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মালি (পাইকগাছা) হরিণ প্রতীকে ভোট ৬০ পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশাররফ হোসেন (বেতবুনিয়া) আম প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে কারিজুল সরদার নির্বাচিত হন। নির্বাচন চলাকালীন সময় শিক্ষক সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।