1. angelinajulitripura@gmail.com : Lama Bazar : Lama Bazar
  2. info@somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন : দৈনিক সময়ের প্রতিদিন দৈনিক সময়ের প্রতিদিন
  3. info@www.somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন :
  4. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সেনাবাহিনী প্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা লামায় বিএনপি’র জেলা নেতা জাবেদ রেজার জন্মদিন পালন পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে : পার্বত্য উপদেষ্টা চট্টগ্রামের ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ লামায় জোর করে জায়গা দখলের চেষ্টার ঘটনায় বিবাদীদের মারধরে অন্তস্বত্বা নারীসহ আহত হয়েছে ৬ জন কক্সবাজারে প.প.পরিদর্শক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন:সভাপতি রুমেল, সম্পাদক রেজাউল আজকের পত্রিকা লামায় ভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন পাইকগাছায় বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

লামায় সচেতনতামূলক জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা 

সময়ের প্রতিদিন
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

 

 

লামা,প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় এক সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শ্লোগান সম্বলিত নেতাকর্মীদের পদচারনায় কানায় কানায় ভরে উঠে উপজেলা পরিষদ চত্বর। উপজেলা বিএনপি’র (একাংশ) সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক জাবেদ রেজা। বিএনপি নেতা মো. ইউছুফ আলী, ছাত্রদল নেতা বুলবুল ও মো. শাহরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক জনসভায় বান্দরবান জেলা বিএনপি’র (একাংশ) সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আইয়ুব আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান, জিয়া সাংস্কৃতিক সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মো. আলমগীর চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লাল সিংহ তংচংঙ্গ্যা, বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক উনুচিং মার্মা,লামা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি,শারাবান তাহুরা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহির, উপজেলা মহিলা দলের (একাংশ) সভাপতি শারাবান তহুরা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বশির আহমেদ, মিজানুর রহমান ও জাকির হোসেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গাজী, লামা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন সুমন ও সরই ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম প্রমুখ। জনসভায় উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুই সহশতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ১/১১ সময় আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আসে। এ অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে কোন ধরণের ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ছিলনা। ছিল শুধু মানুষের ঘরে ঘরে মামলা, হামলা, গুম ও খুনের আহাজারি। গত ৫ আগস্ট তারেক জিয়ার নেতৃত্বে দেশের ছাত্র-জনতা সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে নতুন করে দেশকে স্বাধীন করেন। দেশ স্বাধীনের পর খুনি হাসিনা পালালেও আজও তার দোসররা রয়ে গেছে। তারা নতুন করে দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনার দোসরদের প্রতিহত করার আহবানও জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।