1. angelinajulitripura@gmail.com : Lama Bazar : Lama Bazar
  2. info@somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন : দৈনিক সময়ের প্রতিদিন দৈনিক সময়ের প্রতিদিন
  3. info@www.somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন :
  4. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সেনাবাহিনী প্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা লামায় বিএনপি’র জেলা নেতা জাবেদ রেজার জন্মদিন পালন পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে : পার্বত্য উপদেষ্টা চট্টগ্রামের ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ লামায় জোর করে জায়গা দখলের চেষ্টার ঘটনায় বিবাদীদের মারধরে অন্তস্বত্বা নারীসহ আহত হয়েছে ৬ জন কক্সবাজারে প.প.পরিদর্শক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন:সভাপতি রুমেল, সম্পাদক রেজাউল আজকের পত্রিকা লামায় ভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন পাইকগাছায় বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

জন ভোগান্তির শীর্ষে ঝিকরগাছা পৌরসভা প্রশাসক দায়িত্বে থাকলেও সর্বদা চেয়ার শূন্য

সময়ের প্রতিদিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

 

 

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা।

জন ভোগান্তির শীর্ষে যশোরের ঝিকরগাছা পৌরসভা কার্যালয়। গত ৫ আগস্ট এরপর পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের বিপরীতে প্রথমে সাবেক সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, দ্বিতীয় উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও বর্তমানে তৃতীয় বারের মতো সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার প্রশাসক দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিনিয়ত সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করলেও সপ্তাহে মাত্র দু-একদিন পৌরসভা কার্যালয়ে ঘন্টা খানিকের জন্য হাজির হন। তাবে তার স্থানে পৌর নির্বাহী কর্মকতার দায়িত্ব পালন করছেন সচিব সন্তোষ কুমার হাজরা। তিনি তার ব্যক্তিগত কাজ ও দপ্তরের মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ জন ভোগান্তির স্বিকার হচ্ছে আর পৌরসভা কার্যালয়ে প্রশাসকের চেয়ার থাকলেও সর্বদা চেয়ার শূন্য থাকতে দেখা যায়। সাধারণ মানুষ জনের এই ভোগান্তির শেষ কোথায়!
বুধবার দুপুর ১২টার সময় পৌর কার্যালয়ে নাগরিক সেবা নিতে আসা পৌরসদরের ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিন মোড়ল ও শাকিল হোসেন বলেন, আমাদের নাগরিক সনদপত্রে স্বাক্ষরের জন্য প্রায় ২ঘন্টা যাবৎ দাড়িয়ে আছি। পৌর নির্বাহী কর্মকতা নাকি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে মিটিংয়ে আছে। পৌর নির্বাহী কর্মকতাকে কোথায় পাওয়া যাবে এটা যানতে চাওয়া হলে অফিসের লোকজন একবার বলেন ইউএনও অফিসে আছে। ইউএনও অফিসে খোজ নিয়ে দেখা যায় তিনি সেখানে নেই। পরবর্তীতে আবারও পৌরসভায় খোজ নিলে বলে মিটিংয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে রয়েছেন। সহকারী কমিশনারের কার্যালয়ে স্বাক্ষরের জন্য গেলে সহকারী কমিশনার (ভূমি) তার অফিসের সামনে একাধিক ব্যক্তি লাইনে থাকলেও তারা আলাপ-আলাচনায় মহাব্যস্ত সময় পার করেন। সহকারী কমিশনার (ভূমি) এর অফিস রুমে প্রবেশ করতে গেলে অফিস সহকারীরা আমাদেরকে সেবা নেওয়া থেকে বঞ্চিত করেছে।
পৌর নির্বাহী কর্মকতার দায়িত্ব পালন করছেন সচিব সন্তোষ কুমার হাজরা বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক স্যারের অফিসে মিটিংয়ে ছিলাম। প্রশাসক স্যারের অফিসে আশার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৩দিন আগে একঘন্টার জন্য এসেছিল।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সরওয়ার এর অফিসিয়াল ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।