1. angelinajulitripura@gmail.com : Lama Bazar : Lama Bazar
  2. info@somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন : দৈনিক সময়ের প্রতিদিন দৈনিক সময়ের প্রতিদিন
  3. info@www.somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন :
  4. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সেনাবাহিনী প্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা লামায় বিএনপি’র জেলা নেতা জাবেদ রেজার জন্মদিন পালন পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে : পার্বত্য উপদেষ্টা চট্টগ্রামের ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ লামায় জোর করে জায়গা দখলের চেষ্টার ঘটনায় বিবাদীদের মারধরে অন্তস্বত্বা নারীসহ আহত হয়েছে ৬ জন কক্সবাজারে প.প.পরিদর্শক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন:সভাপতি রুমেল, সম্পাদক রেজাউল আজকের পত্রিকা লামায় ভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন পাইকগাছায় বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

বাফুফে গ্রাসরুট কোচেস সার্টিফিকেট মিলে সাত হাজার টাকায়

সময়ের প্রতিদিন
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক বাফুফে গ্রাসরুট সার্টিফিকেট এর উপর রয়েছে কোচিং করানোর দায়িত্ব। তবে ফুটবল ফেডারেশন চাইলে বিভিন্ন জেলায় এরকম আয়োজন করতে পারে সংশ্লিষ্ট ডিএফএ সহযোগিতায়। বাফুফে লোগো ও নাম ব্যবহার করার অধিকার এর বাইরে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নেই। কিন্তুু এফসি বি ডিপ্লোমা কোর্স করে পঞ্চগড়ের গুলজার রহমান মামুন নামের এক ব্যক্তি তিনি নিজেই দিচ্ছেন বাফুফে গ্রাসরুট সার্টিফিকেট। বেশ কিছু দিন থেকে সোশ্যাল মিডিয়ায় পঞ্চগড় ইয়ুথ ডেভলপমেন্ট এসোসিয়েশন নামের একটি সংগঠন থেকে রেফারি, ফিটনেস ট্রেইনার এর উপর কোচেস ট্রেইনিং করার মতো ঘটনা ঘটলেও সবার অজানা ছিলো। সদ্য সমাপ্ত বাফুফে নির্বাচনের পর টেকনিক্যাল কমিটির দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান হিল্টনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফটোশেসন করেন পঞ্চগড় ইয়ুথ ডেভেলপমেন্ট এসোশিয়েশন এর সাধারণ সম্পাদক গুলজার মামুন। এরপর শুরু হয় ছবি বানিজ্য। সেই ছবি পোস্ট হয় বহু ফেসবুক আইডি ও পেজে। সেই সাথে ইয়ুথ ডেভেলপমেন্ট ও জেলা কোচেস এসোশিয়েশন পঞ্চগড়ের নাম ব্যবহার করে ফেসবুকে প্রচারনা করা হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় বাফুফে গ্রাসরুট ফুটবল কোচেস ট্রেইনিং হবে। ট্রেইনিং শেষে দেয়া হবে বাফুফে গ্রাসরুট সার্টিফিকেট। এরকম খবর প্রথমে জানতে পারি গোলাপবাগে শেখ জয়নাল আবেদীন একাডেমির জয়নালের কাছে। বাফুফে গ্রাসরুট কোচিং পঞ্চগড়ে হচ্ছে। সেখানে গুলজার মামুন ও তার সহযোগী সন্তোষ রায় বাফুফে গ্রাসরুট কোচিং কোর্স এর জন্য ফি বাবদ ৭০০০ টাকা তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে ইউসিবি ব্যাংক পঞ্চগড় শাখায় পঞ্চগড় ইয়ুথ ডেভেলপমেন্ট এসোশিয়েশন নামিয় হিসাব নং- ১৮৩১৩০১০০০০০০০৬০ এ গত ৩০-১১-২০২৪ এর মধ্যে জমা দিয়ে ডিপোজিট স্লিপ এর ছবি উঠায় তাদেরকে পাঠায় দিলে রেজিষ্ট্রেশন ফরম দেওয়া হবে এই মর্মে। এখানেই সন্দেহ তৈরি হয়। যোগাযোগ করা হয় পঞ্চগড় কোচেস এসোশিয়েশন এর সাধারণ সম্পাদক বিপুল মোফাজ্জলের সাথে। পরবর্তীতে তিনি ও তার সংগঠনের সভাপতি যৌথ বিবৃতি দেন যে, এরকম কোন আয়োজনের সাথে কোচেস এসোশিয়েশন যুক্ত নয়। সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে যোগাযোগ করা হয় বাফুফে টেকনিক্যাল ডিপার্টমেন্টে মাহবুব আলম পোলোর সাথে। তিনি সরাসরি বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রোগ্রামের সাথে জড়িত নন। এবং আরও বলেন বাফুফে গ্রাসরুট ফুটবল কোচেস কোর্স ও বাফুফে লোগো ব্যবহার করার ইখতিয়ার একমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাখে। পাশাপাশি ফুটবল ফেডারেশন তাদের সমস্ত কার্যক্রম বাফুফে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ যাবতিয় সকল তথ্য পোস্ট করে থাকে। তিনি এই বিষয়ে সকলকে সচেতন করে আসছেন। পরবর্তীতে প্রতারক গুলজার মামুন ও তার সহযোগীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি। প্রশ্ন হলো বাফুফে আদৌও কোন পদক্ষেপ নিবে কি তাদের বিরুদ্ধে। না বাফুফের কোন উচ্চ পদস্থ ব্যক্তিবর্গরা জড়িত রয়েছে এদের সাথে। বিষয়টি ক্ষতিয়ে দেখার অনুরোধ সংশ্লিষ্ট মহল ও ভুক্তভোগীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।