মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।
শিক্ষা মন্ত্রানালয়ের অধীনস্ত কর্মচারী আব্দুল মান্নাফ আকন্দ (মধু)’র বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে লাখ-লাখ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভুগীদের পক্ষে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আঃ মান্নান ও মোঃ আহম্মদ আলী স্বাক্ষরীত একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে যশোরের অভয়নগর উপজেলার ৮ জনের কাছ থেকে ৪০,০০০,০০/- (চল্লিশ লক্ষ) টাকা চাকুরী দিবে বলে গ্রহন করেন ওই প্রতারক আব্দুল মান্নাফ আকন্দ। কিন্তু এযাবতকাল ভুক্তভুগীদের চাকুরী দিতে পারেনি। যে কারনে চলতি বছরে কয়েক ধাপে ভুক্তভুগীদের অভিভাবকের দুইটি একাউন্টে ১৮,০০,০০০/- (আঠার লক্ষ) টাকা পরিশোধ করেন। কিন্তু ভুক্তভুগীদের বাকি ২২,০০০,০০ (বাইশ লক্ষ) টাকা পরিশোধ না করে বিভিন্ন টালবাহানা করছেন ওই প্রতারক মান্নাফ আকন্দ। ফলে ভুক্তভুগীরা চাকরি না পেয়ে তাদের দেওয়া টাকা ফেরত পেতে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব ও মাউশির মহাপরিচালক বরাবর অভিযোগ করে । এবিষয়ে আব্দুল মান্নাফ আকন্দ (মধু)’র ০১৭১২১১৩২৯৭ নং মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোনটি কেটে দিয়ে বন্ধ করে রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।