শাহরিয়া সিমান্ত, ঝালকাঠি প্রতিনিধি।
৩০ শে নভেম্বর ২০২৪ তারিখ, আছর বাদ হতে আসন্ন বিশ্ব ইসলামি মহা সম্মেলন ( বিশ্ব উরশ শরিফ ) ২০২৫ উপলক্ষে জাকের পার্টির ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দাওয়াতি ইসলামিক আজি মুসশান জলসা ও মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের জাকের পার্টি ঝালকাঠি পৌরসভার সভাপতি সৈকত ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ঝালকাঠি জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকী রাজাপুরী , ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ (রুহিতপুরি) খাদেম বিশ্ব বেচেলর মঞ্জিল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ঝালকাঠি জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জাকের পার্টি ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক মারুফ হাসান মাসুম, জাকের পার্টি ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক নয়ন কাজী সহ জাকের পার্টির সদর উপজেলা, নলছিটি উপজেলা , রাজাপুর উপজেলা, কাঠালিয়া উপজেলার সভাপতিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টির সকল সহযোগী সংগঠন ঝালকাঠি জেলা। এ সময় প্রায় হাজার এর উপরে জাকেরান আশেকান ও ধর্মপ্রাণ মুমিন মুসলমান উপস্থিত হয়েছেন।
মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৫ এর তারিখ ঘোষণা করেন জাকের পার্টি ঝালকাঠি জেলার সভাপতি।
আগামী ৮,৯,১০ ও ১১ ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ব জাকের মঞ্জিল বাইশরশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল ধর্ম, বর্ণ, জাতি, সিলসিলা, তরিকা নির্বিশেষ সকল মমিন মুসলমানকে উপস্থিত হওয়ার জন্য আলেমে দিন বক্তা ওলামায়ে কেরাম ও অতিথি বিন্দু আমন্ত্রণ জানান।