বিশেষ প্রতিনিধি যশোর।
যশোরের অভয়নগরের ৪ নং পায়রা ইউনিয়নের পায়রা বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমানের ২য় তলা বাড়ি বাসাভাড়া নিয়ে এলাকার মানুষের সাথে মিন্টু নামের এক প্রতারকের অবৈধভাবে জাল পাসপোর্ট তৈরি করা ও অনলাইনে বহুমাত্রিক প্রতারণার গোমর ফাঁস হয়েছে। ওই অবৈধ জাল পাসপোর্ট তৈরিকারী মিন্টু উপজেলার ধোপাদী গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, পায়রা এলাকার বিভিন্ন কিশোরীসহ মহিলাদের ডাটাবেজ সংগ্রহ করে অবৈধ জাল পাসপোর্ট তৈরি ও অনলাইন বিজনেস এর কথা বলে সদস্য সংগ্রহসহ বিভিন্নভাবে মানুষদের প্রলোভণ দিয়ে প্রতারণা করে চলেছে। সূত্রে জানা গেছে, ওই মিন্টু জাহাজে সুকানি পদে চাকরি করতো, হঠাৎ আনুঃ ২ থেকে ৩মাস আগে জাহাজের চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন, অবৈধ জাল পাসপোর্ট তৈরি ও অনলাইন প্রতারণা। যে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা অনলাইন ও জাল পাসপোর্ট তৈরির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তথ্য সংগ্রহ করা শুরু করেন সাংবাদিকরা। অনুসন্ধানে বেরিয়ে আসে ভয়ংকর মিন্টুর ভয়ংকর প্রতারণা ও জাল পাসপোর্ট তৈরি করা তার বর্তমান পেশা। এমনকি তার আফগানিস্তানের কিছু ব্যক্তির সাথে যোগাযোগ রয়েছে এমনই প্রমাণের খোঁজ করতে গিয়ে দেখা যায়, বেশকিছু আফগানিস্তানের ব্যক্তিদের ছবিসহ পাসপোর্ট তার কাছে পাওয়া গেছে। যা ভয়ংকর অবৈধ কারবার। এবিষয়ে ওই ধুরন্ধর জাল পাসপোর্ট তৈরিকারী প্রতারক অবৈধ কারবারী মিন্টু সবকিছু স্বীকার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা সাংবাদিকদের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এবং বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম এর সরকারি মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।