স্টাফ রিপোর্টার:-
চকরিয়া পৌর এলাকায় বসতভিটা দখল নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়েছে। বুধবার (২০ নভেম্বর) আনুমানিক ৩ টায় পৌরসভা ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এঘটনায় উভয় পক্ষে নারী-পুরুষ ৪ জন আহত হয়েছে। এঘটনায় মৃত মোঃ নুরুল কবিরের ছেলে আবু তৈয়ব বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।একই এলাকার মৃত আবুল কাসেমের পুত্র জিয়া উদ্দিন বাবুল, জমির উদ্দিন, মেয়ে হেনা আক্তার, জোসনা আক্তার, স্ত্রী জাহেদা বেগম, মেয়ে কাউছার আক্তার ৬/৭ জন অজ্ঞাত রেখে চকরিয়া থানায় লিখিত এজাহার দেন।আবু তৈয়ব দেশ রিপোর্টকে জানান, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ চিরিংগা মৌজার বি.এস ৩০৬নং খতিয়ানের বি.এস ৫১৪, ৫২০, ৫২১ দাগাদীর আন্দর আপোষ চিহ্নিত ৫১৪ দাগের ৯ শতক রয়েছে। ঘটনাস্থলের উল্লেখিত জমি বাদীর পৈত্রিক ওয়ারিশী সূত্রে ও জামাল উদ্দিন গং এর খরিদা সূত্রে মালিকানাধীন জমি। উক্ত জমিতে বাউন্ডারী দেওয়াল ও ঘরের দেওয়াল রয়েছে। এতে জামাল উদ্দিন গং এর ঘরও রয়েছে।তিনি আরও জানান, অভিযুক্ত দূর্লোভের বশীভূত হয়ে জমি জবর দখলে নিতে গত ১৯ নভেম্বর রাত ২ ঘটিকায় অভিযুক্তরা ধারালো অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাউন্ডারী দেয়াল ও ঘর ভাংচুর করে। তাদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন, জমি মালিক পক্ষের মৃত মোঃ হোসেনের পুত্র নুরুল আবছার (২৪), নুরুল ইসলামের স্ত্রী তসলিমা বেগম (৩৫), জামাল উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (২৩), কামাল উদ্দিনের পুত্র মোঃ আশরাফ (২৫)। এসময় লুট করে নিয়েগেছে একটি ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য ১লাখ ১০ হাজার টাকা । আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া (ভারপ্রাপ্ত) জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##