মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।
যশোরের অভয়নগরে আওয়ামী লীগ সন্রাসীদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম(৪৫), নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা আনুঃ ৬ টার সময় উপজেলার নওয়াপাড়া নূরবারগ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় জনগণ উপজেলার নওয়াপাড়া নূরবাগ রেলক্রসিং বস্তি এলাকার রাঙ্গা মোল্লার ছেলে ওহিদুল ওরফে ডলার(২০), নামে একজনকে আটক করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মাদক বিক্রির বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৬ টার সময় নওয়াপাড়া নূরবাগ রেলক্রসিং ঢালাই রাস্তার উপর আওয়ামী লীগ সন্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাহতে রবিউল মাটিতে লুটিয়ে পড়ে, পরে স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুঃ ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম উপজেলার গরুহাট এলাকার মোঃ মুজিবর রহমানের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুল করিম বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।