জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার উখিয়া উপজেলার ১৬ নভেম্বর সকাল ৮টারদিকে পালংখালী সংলগ্ন নাফনদী হতে স্থানীয় আঞ্জুমান পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র সৈয়দুল বশর (১৯) এর ভাসমান মৃতদেহ সনাক্ত করার পর পুলিশী সহায়তায় উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।
স্থানীয়দের মতে, গত ১৪নভেম্বর সকালে উদ্ধার হওয়া সৈয়দুল বশর মোহাম্মদ, পূর্ব সারির বিলের মনজুর আলমের পুত্র ইউছুফ, নুর মোহাম্মদের পুত্র ও মাদক কারবারী লুৎফুর রহমান, জিয়াবুল হকের পুত্র সাইফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহর পুত্র ইউছুফ জালাল মিলে নাফনদীর জলসীমা অতিক্রম করে ওপারে গেলে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।
আজ সকালে সৈয়দুল বশরের মৃতদেহ পাওয়া গেলেও অপর ৪জন নিখোঁজ রয়েছে।
গোপনীয় একটি সুত্রমতে, ওপারে আরো ২জনের মৃতদেহ রয়েছে। সন্ধ্যা/রাতের যেকোন সময় তাদের এই পাড়ে ঠেলে দিতে পারে বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।