বিশেষ প্রতিনিধি,টেকনাফ।
টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের নাজির পাড়ার পূর্বে এবং নাফ নদীর তীরে দেড নং সুইস গেইট এর পাশে সাত একর ইজারা নেওয়া এস,টি চিংড়ি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এস,টি চিংড়ি ঘের মামলা নং ৬৫/২০২৪-২০০৫ সালে ভূমি ভূমি মন্ত্রণালয়ের স্মারকনম্বর নং মঃ/শা-৮ খাজব /৪৪০২০০৪/৯৩৩(১) মূলে বাদী এসএম ফারুক (বাবুল) সাত একর জমি ইজারা নেয় টেকনাফ উপজেলা নিবাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নির্দেশক্রমে তৎকালীন সরকারি সার্বিয়ার খোরশেদ আলম সীমানা প্রাচীর (খুটি) দিয়ে বাদীর চিংড়িঘের চিহ্নিত করে দখল বুঝিয়ে দেওয়া পর ২০০৭ সাল পর্যন্ত ভোগ দখল করে জমিতে চাষাবাদ আসছে। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে নাফ নদীর প্রতিরক্ষা বেরিবাঁধটি ভেঙ্গে গেলে দীর্ঘদিন ধরে খোলা থাকায় সংস্কার বিহীন পড়ে থাকে। ২০০৯ সালে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংস্কার করার পর প্রভাবশালী ও ক্ষমতাধর ভূমিদস্যুর নির্দেশক্রমে অপরাপর বিবাদীর ভাই বোন সহ পরস্পরূপ যোগসাজশে জোরপূর্বক বাদীর এস,টি চিংড়িঘের খানা জবরদখল করে ওরা ভোগ করে আসছে। চলতি বছর ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্ত ভূমিদসুরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।২-১০- ২০২৪ সালে এ সুযোগে অসহায় অভিযোগকারী সার্বিয়ার নুর হোসেন কর্তৃক ফের জমি পরিমাপ করে ১৫ টি পিলার (সীমানা প্রাচীর)স্থাপনের পর অভিযুক্তরা বাড়াটে অজ্ঞাত সন্ত্রাসী শ্রমিক দিয়ে বাদীকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমতাবস্থায়ী বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এর প্রতিকার চেয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ এর বরাবরে নিজে বাদী হয়ে আবদুর রহমান বদী কে প্রধান অভিযুক্ত করে পাঁচ জনের বিরুদ্ধে লিখতভাবে অভিযোগ করেন। অপরাপর অভিযুক্তরা হলেন, মুজিবুর রহমান,আব্দুস শুকুর, শামসুন্নাহার ও নাজমা আক্তার। সর্বসাং টেকনাফ পৌরভা চৌধুরী পাড়া। অভিযোগের পর অভিযোগকারী চিংড়ি ঘের এর (সীমানা প্রাচীর)খুটি স্থাপনের পর ফের খুটি তুলে নিয়ে যায় ভূমি দস্যুর। অভিযোগে তিনি উল্লেখ করেন, উক্ত চিংড়ি ঘের সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চোরাচালান সহ মাদক উঠানামা করছে। এ সুযোগে পুজি করে ভূমিদসুরা দখলীয় জমি জবরদখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মুজিবুর রহমান এর মুঠোফোনে একাধিকবার জানতে চাইলে তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।তিনি এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে