জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফ ২০২৪-২০২৫ চলতি অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড সবজি বীজ,সার এবং আর্থিক সহায়তা বিতরণের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলামর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা নিবাহী অফিসার মোঃ আদনান চৌধুরী।কৃষক আব্দুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান, পরিচালনা করেন,উপজেলা উদ্ভিদ সংরক্ষক অফিসার মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রবিউল হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। উপস্থিত ছিলেন,সাংবাদিক ওবায়দুর রহমান,সাংবাদিক মামুন কৃষক ও কৃষানী।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,কৃষকেরা হচ্ছে,জাতীয় অর্থনৈতিক উন্নয়নে চালিকা শক্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। সভাপতি সমাপনী বক্তব্যে কৃষক ও কৃষানীরা উন্নয়নের সূতিগার এবং গ্রাম বাংলার পরিচিত মুখ। চলতি মওসুমে ১৪৪০ জন কৃষক কৃষানীদের মধ্যে নগদ টাকা সহ জনপ্রতি কৃষকের মধ্যে ২০ কেজি সার,মওসুমী সবজির বীজ ছাড়া ও ৭০কৃষককে ২০ কেজি গম,২০ কেজি সার এবং ৬০ জন কৃষক ও কৃষানীকে ২ কেজি ভুট্টা ও ৩০ কেজি সার,১শত জনকে ১ কেজি বীজ,২০ কেজি সার সহ ১০ জনকে চিনাবাদাম, ১০ কেজি বীজ,১৫ কেজি সার ও ২০ জনকে ফেলন ৭ কেজি বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হয়। পরে "ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই" শীর্ষক জাতীয় ইঁদুর দমন অভিযান শুভ উদ্বোধন করেন,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী। সাথে ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, কৃষক-কৃষানী সহ উক্ত দপ্তরের উপসহকারী ও কর্মচারীরা।