জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফে বিজিবি’র চেকপোস্টে অভিযান পরিচালনা করে ২৭ শত পিস ইয়াবাসহ এক জন মাদক কারবারি কে আটক করেছে।
আটককৃত হলেন, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার উমর সিয়ার পুত্র সৈয়দ আমিন (৩৬), টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ ৮ নভেম্বর দুপুর আড়াই টায় গণমাধ্যম কে জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার ৭ নভেম্বর সন্ধ্যায় ৬ টায় টেকনাফ ২ বিজিবি'র অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের টহলদল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল আটক করা হয়। উক্ত মোটর সাইকেল চালকের স্বীকারোক্তিতে মোটর সাইকেলের চেইন কভারের পাশে সকজবারের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর নিকট হতে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত মোটর সাইকেলটিও আটক করা হয়।
তিনি আরো বলেন আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা, মোটর সাইকেল ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।