জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) বিকেলে ৩ঘটিকায় লামা উপজেলা পরিষদ তত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো: আমির হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন ভূঁইয়া, লামা পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হ্রাগ্যাচিং মারমা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আকবর মোমিন, লামা পৌরসভা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছি। গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের শেষ হয় নাই, নতুন করে ষড়যন্ত্রের দানা বাঁধছে। গণতন্ত্রের ধারাবাকিহতা অব্যাহত রাখতে তিনি অতিদ্রুত নির্বাচনের দাবি জানান। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দ্বারা যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি বিএনপি নেতাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।অন্যান্য বক্তারা বলেন, বি এন পির উজ্জল নক্ষত্র তারেক রহমানের সকল মিথ্যা মামলা থেকে খালাস দিয়ে তাঁকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বতী সরকারের নিকট জোর দাবী জানান।এছাড়া চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।