মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদায় কার মাইক্রো সমিতির বর্ণাঢ্য আয়োজনে ও রেলির মাধ্যমে বনভোজনের শুভ সূচনা শুরু হয়। উক্ত বনভোজন অনুষ্ঠানে বোদায় কার মাইক্রো সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। মাইক্রোচালক ফরিদুল গণমাধ্যম কর্মীদের জানান প্রতি বছরের ন্যায় এবারও দেবীগঞ্জে ময়নামতি চড়ে আমরা বনভোজনের আয়োজন করেছি। মাইক্রোচালক দুলাল জানান প্রতি বছরই কার মাইক্রো কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবার খেলা ছিল ভুল্লী বনাম বোদা উক্ত খেলায় আমরা জয়ী হয়েছি। কার মাইক্রোকল্যাণ সমিতি সবার আগে সকল প্রকার সামাজিক এবং মানবিক কাজে সর্বদা নিয়োজিত থাকে।