সীতাকুণ্ড সংবাদদাতা।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগিবৈঠার তাণ্ডব ও নৃশংসভাবে জামায়াতের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। রবিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার দক্ষিণ বাইপাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সীতাকুণ্ড বাজার পদক্ষিণ করে উত্তর বাজার এসে বিক্ষোভ সমাবেশ করেন জামায়াতের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলপূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন চৌধুরী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক পৌর আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সভাপতি মোঃ তাহের, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যাডভোকেট আশরাফুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, যুবাইদিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইনসহ প্রমুখ। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন ঢাকার পল্টনসহ সারাদেশে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল আওয়ামী লীগ। ওই হত্যাকাণ্ডে জড়িতসহ এবং ২০২৪ সালের ৫ অক্টোবর পূর্বে সকল গণহত্যার সাথে জড়িত আসামী শেখ হাসিনাসহ সবাইকে গ্রেপ্তার করে বিচারের দাবী জানান বক্তারা।
মিছিল ও সমাবেশে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল স্তরের জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।