আরাফাত হোছাইন, চকরিয়া প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য আয়োজনে চকরিয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অসহায় মানুষের জন্য চিকিৎসা ক্যাম্প ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলার সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রায় হতদরিদ্র ২শ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এএম ওমর আলী বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা হয়েছিল। সেই আদর্শ বাস্তবায়নেই কাজ করছে দলটির নেতাকর্মীরা। লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ উসমান গণি, শাহাদাৎ হোসেন, সামীর ও মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সিকদার ও ফরহাদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক এহসানুল কবির, কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা রানা, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন, খুটাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আরাফাত কামাল জিকু, বরইতলি ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর মেম্বার, হারবাং যুবদলের সভাপতি আজাদুল ইসলাম, উত্তর হারবাং যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াবুল হক প্রমুখ। আরও অনেকে।