মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুর ৮ নং ওয়ার্ড নিমনগর বালুবাড়ী যুব সমাজের আয়োজনে ৮ম বারের মত নিমনগর মিনি বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৫ অক্টোবর শুক্রবার দিনাজপুর পলিটেকনিক্যাল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেলুন ফ্যাষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েল।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন বাংলাদেশের জাতীয় খেলা হা -ডু -ডু হলেও বিশ্বে ফুটবল খেলার জনপ্রিয়তা বেশি। বাংলাদেশের মানুষেরা এখন ফুটবলকে জনপ্রিয় খেলা হিসেবে বেছে নিয়েছে। যার প্রমাণ আজকের এই পলিটেকনিক্যাল মাঠ, বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে মাঠে কানায় কানায় ফুটবল প্রেমীরা উপস্থিত হয়েছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এমন ফুটবল প্রতিযোগীতা আরো হওয়া দরকার। উদ্বোধণী আলোচনায় আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা পৌর বিএনপি সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,সাবেক পৌর কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি,দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করীম চৌধুরী (রেজা), শাহ এন্টার প্রাইজের স্বত্তাধীকারী আলহাজ্ব শাহ্ মমিনুল ইসলাম, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ মতিবুর রহমান বিপ্লব প্রমুখ।
উদ্বোধনী খেলায় বাংলাদেশ বনাম স্পেন গোল শুন্য রেখে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়েন, এই টুর্নামেন্টে দশটি দল অংশ গ্রহন করেছেন,বাংলাদেশ,স্পেন, আর্জেন্টিনা,ব্রাজিল,সৌদি আরব,জাপান,জার্মানি,ইংল্যান্ড,ইতালি ও ফ্রান্স, আগামিকাল দুটি খেলা রয়েছে। বিকাল ৩ ঘটিকায় আর্জেন্টিনা বনাম ইতালি , ৪ ঘটিকায় ইংল্যান্ড বনাম ব্রাজিল।
উল্লেখ্য, নিমনগর মিনি বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টটি ১৯৯৬ সালে বিশ্বকাপের আদলে এই ওয়ার্ডের লোকজন চালু করেন। ১৯৯৬ সালে যারা প্রথম বারের মত খেলেছেন তারা আজ অভিভাবক। আবার টুর্নামেন্টের প্রথমে যারা ক্ষুদে দর্শক ছিলো তারা আজ প্রতিযোগিতায় মাঠে খেলছেন। সবকিছু মিলিয়ে এই টুর্ণামেন্টটি এই ওয়ার্ডের মানুষের কাছে প্রাণ ভ্রমরা। এবং এই টুর্নামেন্টির সাঙ্গে যারা জড়িত অনেকে আজ স্মৃতিময়।