মানছুর রহমান জাহিদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা বিনোদন বিহারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ সেকেন্দার আলী। অনুষ্ঠিত প্রথম ম্যাচের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রাড়ুলী ইউএফডিকে চার শুন্যে গোলে হারিয়ে মেহেরব ফুটবল একাদশ জয়ী হন। খেলায় সেরা গোলদাতা পুরুস্কৃত হয়েছে মোঃ রফিকুল ইসলাম। আয়োজিত আগরঘাটা বিনোদন বিহারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরিচালনায় ছিলেন, আগড়ঘাটা বিনোদন বিহারী স্পোর্টিং ক্লাবের মোঃ বুলবুল আহমেদ, মোঃ বাবুল সরদার, মোঃ আব্দুস সালাম মোড়ল, মোঃ সুমন আহমেদ, মোঃ মিনারুল ইসলাম, মোঃ আনিছ বিশ্বাষ, মোঃ নুরুজামান, আর হানিক, আব্দুল হালিম প্রমুখ। এছাড়াও ভাষ্যকারের দায়িত্ব ছিলেন মোঃ ওলিউর রহমান ও মোঃ ইকবাল সানা। উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকসহ সাংবাদিকবৃন্দ।