মানছুর রহমান জাহিদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় মৎস্য আইনসমুহ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় গত দু'দিনে ভ্রাম্যমাণ অভিযানে ৫ মৎস্য ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার কপিলমুনি, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের কয়েকটি মৎস্য বাজারে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কপিলমুনির কাসিমগর বাজারে চিংড়ীতে পুশ করায় গদার ডাঙ্গা গ্রামের অনিমেশকে ৩ হাজার, বাহিরবুনিয়া গ্রামের মাসুদ সানাকে ২ হাজার, পুটিমারী গ্রামের ইমাদুল শেখকে ২ হাজার এবং সোমবার লস্কর গ্রামের মনোজিত বৈরাগীকে ৫ হাজার, গজালিয়া গ্রামের শিবপদ বৈরাগীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও নৌ-পুলিশের পাইকগাছা ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শরীফ আল মামুন। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।