চকরিয়া প্রতিনিধি।
চকরিয়া থানা পুলিশ ১২ ঘণ্টার বিশেষ অভিযানে হত্যাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে চকরিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- রুহুল আমিন (৪০), জাহাঙ্গীর আলম (৪০), আবু বক্কর সিদ্দিক (২০), রফিকুল ইসলাম (১৯), মো.মিজানুর রহমান আমজাদ প্রকাশ বাক্কা (২৯) ও মো. মনির (২২)।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যাচেষ্টা ও ছিনতাইসহ বিভিন মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে