মানছুর রহমান জাহিদ,পাইকগাছা প্রতিনিধি, (খুলনা)
খুলনার পাইকগাছায় বজ্রপাতে দিনমজুর এক নারী নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসাপাতাল ভর্তি করা হয়েছে। আহতদের সকলেই শংকামুক্ত বলে তাদের পারিবারিক সুত্রে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, উপজেলার কেওড়াতলা মৌজায় শনিবার সকালে জনৈক ভুট্টোর চিংড়ী ঘেরে ৪ ব্যক্তি শেওলা বাঁচার কাজ করছিলো। সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন (৫০) ঘটনাস্থলেই মারা যান। এসময় ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা (৪৬) ও তার স্ত্রী সুভদ্রা সানা (৩৮) এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন (৪০) আহত হয়।
আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে এবং সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, বজ্রপাতে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানোর হবে।