1. angelinajulitripura@gmail.com : Lama Bazar : Lama Bazar
  2. info@somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন : দৈনিক সময়ের প্রতিদিন দৈনিক সময়ের প্রতিদিন
  3. info@www.somoyerpratidin.com : দৈনিক সময়ের প্রতিদিন :
  4. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
সোমবার, ১২ মে ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সেনাবাহিনী প্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা লামায় বিএনপি’র জেলা নেতা জাবেদ রেজার জন্মদিন পালন পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে : পার্বত্য উপদেষ্টা চট্টগ্রামের ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ লামায় জোর করে জায়গা দখলের চেষ্টার ঘটনায় বিবাদীদের মারধরে অন্তস্বত্বা নারীসহ আহত হয়েছে ৬ জন কক্সবাজারে প.প.পরিদর্শক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন:সভাপতি রুমেল, সম্পাদক রেজাউল আজকের পত্রিকা লামায় ভূমি জবর দখলকারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন পাইকগাছায় বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

লামা সরই ইউপি সদস্য নাছির উদ্দিনের ভূমি দস্যুতায় অতিষ্ট দুই সহোদরের সংবাদ সম্মেলন

সময়ের প্রতিদিন
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি।।
পার্বত্য বান্দরবানের লামা সরই ইউনিয়নের কম্পনিয়া এলাকায় খতিয়ানভুক্ত জায়গা জবরদখল, সৃজিত বাগানের কয়েক লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যাওয়া, জোরপূর্বক পাহাড় কেটে মাটি বিক্রি ও নির্মাণ সামগ্রী লুটপাটের ঘটনার মূলহোতা এবং বিগত সরকারের প্রেতাত্মা মো. নাছির উদ্দিন মেম্বার ও তার সহযোগী মো. ইয়াছিন মাষ্টারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ জায়গার মালিকরা সংবাদ সম্মেলন করেছেন।
১৬ অক্টোবর বেলা ১১টায় লামা প্রেস ক্লাব হলরুমে করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন,’আমরা দুই ভাই মোঃ রফিক ও জসিম উদ্দিনের নামে লামা উপজেলার সরই ইউনিয়নের কম্পনিয়া এলাকায় খতিয়ান নং ৩৮ এবং আর হোল্ডিং ১০০৭ মূলে ৭.০০ একর জায়গা সরকারীভাবে রেকর্ডভুক্ত আছে এবং দীর্ঘদিন ধরে সেই জায়গায় বিভিন্ন প্রজাতির গাছপালা সৃজন ও বাগানবাড়ি করে ভোগদখলে আছি। আমাদের উক্ত জায়গার উপর কম্পনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। আমাদের জায়গায় জোরপূর্বক স্কুল স্থাপন করলেও এলাকার স্বার্থে এবং শিক্ষা প্রসারের লক্ষ্যে বিষয়টি আমরা মেনে নিই। ভূমি রেকর্ডপত্র ও দীর্ঘদিনের ভোগদখল সূত্রে এই জায়গার মালিক আমরা। কিন্তু উক্ত এলাকার ওয়ার্ড মেম্বার মো. নাছির উদ্দিন এবং তার সহযোগী মো. ইয়াছিন মাষ্টার কোনভাবে আমাদের নামীয় জায়গা স্বীকার না করে নিজেকে বিগত সরকারের নেতা দাবী করে লোকজন ও পেশীশক্তি ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন হয়রাণী ও নির্যাতন করে আসছে। সাম্প্রতিক সময়ে ওয়ার্ড মেম্বার মো. নাছির উদ্দিন এবং তার সহযোগী ওই স্কুলের সহকারী শিক্ষক মো. ইয়াছিন ‘কম্পনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ পাশ ঘেঁষে পাহাড় কেটে মাটি বিক্রি করছে। দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হলেও দেখার কেউ নাই। স্কুলের পাশঘেঁষে অন্তত ২৫ ফুট উচু করে মাটি কাটায়, ঝুঁকিতে পড়েছে স্কুল ভবনটি। স্কুলের পশ্চিম পাশের পাহাড় থেকে কমপক্ষে ৫শত গাড়ি মাটি কেটে নিয়ে গেছে। ২৫ থেকে ৩০ ফুট উচু করে কাটা হয়েছে পাহাড়টি। যে কোন সময়ে পাহাড় ধসে স্কুলের উপর পড়ে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া এই জায়গা থেকে আমাদের লাগানো কয়েক লক্ষ টাকার গাছ দিনেদুপুরে কেটে নিয়ে গেছে। এইসব নিয়ে কথা বলায়, নাছির মেম্বার বিগত সরকারের ইউনিয়ন পর্যায়ের নেতা হওয়ায় আমাদের নানাভাবে হয়রাণী করে যাচ্ছে। আমরা এই বিষয়ে উপজেলা প্রশাসন, বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও লামা থানাকে অনেকবার অবহিত করেছি। কোন প্রতিকার পায়নি। উক্ত জায়গায় ভবন নির্মাণের জন্য আমরা ৮ হাজার ইট ও কিছু মালামাল এনে রাখি। রাতের আধাঁরে এইসব মালামাল নিষে যায় নাছির মেম্বার। ওই এলাকায় সে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করছেনা। মূলত স্কুলকে পুঁজি করে পাহাড় কেটে মাটি বিক্রি, গাছ লুটপাট করছে। সম্প্রতি সময়ে দেশে যখন পরিবর্তনের হাওয়া লেগেছে। সেই সুযোগে এইসব ভূমিখেকো ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিজেদের খোলস পাল্টিয়ে বিগত সময়ের মত নানান অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের উপর হয়রাণী ও নির্যাতনের বিষয়ে বিগত সময়ে অনেক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় লেখালেখিও হয়েছে। বর্তমানে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করছে নতুন অর্ন্তবর্তীকালীন সরকার। তাই আমরা ক্ষতিগ্রস্থ জায়গার মালিকরা আমাদের উপর ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতন ও হয়রাণীর বিষয়ে সাংবাদিক সমাজের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি’।
প্রসঙ্গত: সরই ইউনিয়ে ভূমি জবর দখলে চলছে নীতিহীন প্রযোগিতা। ৫ আগস্ট বিগত হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর এই হরিরলুট চলছে। বিভিন্ন উদ্যাক্তাদের জমি দখল, অস্থাপর সম্পদ লুন্ঠন, কর্মসংস্থান মূলক উৎসগুলো ধ্বংস করে দিচ্ছে। আইনদ্বারা এইসব লুন্ঠন, জবর দখল ও সম্ভাবনাময় উৎস ধ্বংস বন্ধ করার দাবি উঠেছে। এই অবস্থা থেকে উত্তরণ না ঘটলে এই অঞ্চলে অরাজকতা বিস্তৃতি লাভ করবে, একই সাথে বেসরকারি উদ্যােগে উন্নয়নমূলক কর্মকান্ডে ধ্বস নামবে বলে মনে করেন স্থানীয় সচেতন সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।