আবুল হাশেম,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ঈদগাহ ও সড়ক সংস্কারের দাবিতে পৌরসভাসহ এলাবাসী মানববন্ধন করেছেন। সোমবার(১৪ অক্টোবর) সকাল ১১টায় বাঘা পৌরসভা ও এলাকাবাসীর সর্বস্তরের শতশত জনগণ উপজেলা চত্তরে দীর্ঘ লম্বা ুক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।জানা গেছে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সড়ক সংস্কার দাবিতে সাধারণ জনগন ও এলাকাবাসী সাথে নিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ করে। পরে সাধারণ জনগন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সড়ক সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান করে।ঐতিহাসিক ঈদগাহ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন। উক্ত মানববন্ধনে পৌরসভার সর্বস্তরের জনগণসহ আরও অংশগ্রহণ করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন,জুয়েল রানা,মোঃ আনোয়ার হোসেন পলাশ, সিরাজুল ইসলাম সিন্টু সভাপতি খন্দকার শপিং কমপ্লেক্স, সোহেল রানা,তানভীর আহমেদ পিয়াস,মোঃ হিটলার প্রমুখ।মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন, বাঘা কেন্দ্রীয় ঈদগাগের বেহাল দশা ও নোংরা আবর্জনা ভরপুর।ঈদগাহ মা-সহ সড়ক সংস্কারের দাবিতে আজকের এই মানববন্ধন পরিচালনা করা হচ্ছে।এই ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজে প্রায় ৮-১০ হাজার মুসলিম এক সাথে জামায়াতে নামাজ আদায় করে থাকি।অথচ এই ঈদগাহ মাঠটি পরিত্যক্ত অবস্থায় ময়লাআবর্জনা পড়ে থাকে। বাঘার বাজারে সপ্তাহে ২ দিন হাটের দিনে সাইকেল ও ভ্যানগাড়ী ক্রয়বিক্রয় হাট হিসেবে ব্যাবহার হয় এবং গরু ছাগল বিচারণ করা হয়,ঈদগাহ মাঠে ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আজকের এই মানববন্ধনটি আমি দেখেছি এ বিষয়ে এলডিসি ও ডিসি স্যারের সাথে কথা বলে আপনাদের জানাবো। এবিষয়ে বাঘা পৌরসভার এলাকাবাসীসহ সাধারণ জনগন স্মারকলিপি দিয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সড়ক সংস্কার দাবিতে।