মানছুর রহমান জাহিদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব পালিত হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতৃত্বে গঠিত টিম পুজা কমিটির সাথে শান্তিপূর্ণভাবে পুজা উৎসব পালন করতে সার্বিক সহযোগিতা করেছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোটি ১৩২ মন্দিরে পুজা উৎসব পালিত হয়েছে। ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তনের পর পুজা উৎসব পালণ করা নিয়ে অনেকেই অজানা আতঙ্কে ভুগছিল। যা প্রশাসনের দিক নির্দেশনায় ও বিএনপির সার্বিক সহযোগিতায় মন্দিরে মন্দিরে আনন্দচিত্তে প্রতিমার কাজ শুরু হয়। মন্দিরাঙ্গনে যেমন চোখ ধাধানো আলোকসজ্জা ও উপসে পড়া নারী পুরুষের ভীড় দেখা যায়। তেমনি সকল সম্প্রদায়ের লোকের উপস্থিতিতে পাইকগাছা উপজেলাজুরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এব্যাপারে কথা হয় উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্দা সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি জগদীশ রায়ের সাথে। তিনি বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে পুজা করতে পেরে আমরা খুবই আনন্দিত।সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক বলেন, একটি বিশেষ চক্র চেয়েছিল পুজার এই সুন্দর পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে। কিন্ত আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল ও আজিজুল বারী হেলালের দিক নির্দেশনায় সকল মন্দিরে কমিটি গঠন করে দিয়েছি। তারা পুজা কমিটির সহযোগী হিসেবে দায়িত্ব পালণ করায় অপশক্তিদের চক্রান্ত ব্যর্থ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটাকে প্রাণবন্ত করতে প্রশসানের সাথে সকলের সহযোগিতা করা হয়েছে। এছাড়াও তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।