মানছুর রহমান জাহিদ,পাইকগাছা প্রতিনিধি, খুলনা।।
খুলনার পাইকগাছায় বিনামূল্যে ও স্বল্পমুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের উদ্যোগে ও সাইটসেভার্স এর অর্থায়নে মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাকের প্রোগ্রামার মাহবুবুর রহমান।
উপজেলা কমিউনিটি’র স্বাস্থ্য কর্মীদের সাথে অনুষ্ঠিত অবহিত করণ সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য সহকারী সুপারভাইজার মোঃ নুর আলী মোড়ল, ব্রাকের সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠিত অবিহিত করণ সভায় সিএইচসিপি তারক চন্দ্র মন্ডল, ইমন হাসান, শরিফুল ইসলাম, আবুল কালাম, আব্দুস সালাম, সপ্না ঘোষ, রুষা রানী, মিল্টন মন্ডল, হাসানুজ্জামানসহ অন্যান্য সিএইচসিপি বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী ১৬ অক্টোবর বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।