সিরাজুল মোস্তাকিম, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে চক্রটি রাতের বেলায় খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছে। এ বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো: এরফান উদ্দীন অভিযান পরিচালনা করেন।
এসময় বালু উত্তোলনে জড়িত চারজনকে আ'টক করে তাদের ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত ৩টি ডাম্পার ট্রাক ও পেলুডার আটক করা হয়।সোমবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. এরফান উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে ডুলাহাজারা পাগলিরবিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল শুনে অভিযান চালিয়ে ৪ জনকে শাস্তি দেয়া হয়েছে, ৩টি ডাম্পার ট্রাক ও পেলুডার আটক করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান পুরো চকরিয়ায় অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হবে বলেও জানান তিনি।
এসময় চিরিংগা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও চকরিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ দিদারের নেতৃত্ব পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।