মানছুর রহমান জাহিদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অব্যহত রয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু সুন্দর পরিবেশে যাতে দুর্গা উৎসব পালিত হয় এ লক্ষে শনিবার বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মটবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে প্রাঙ্গণে এমনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক।
সভায় প্রধান অতিথি বলেন গণআন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চক্রান্ত করছে। আর এই জন্য তারা হিন্দু সমাজের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবকে টার্গেট করে নাশকতা সৃষ্টি করে বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করে তুলতে নানা রকম চক্রান্ত আকছে। ফলে তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। আমরা সকলেই সেদিকে খেয়াল রাখবো যাতে করে কেউ কোন মন্ডপে কোন অপ্রীতিকর কিছু করতে না পারে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পূজা উদযাপন কমিটির সন্তোষ কুমার সরকার, প্রশান্ত কুমার সরকার, কাজল সরদার, মিলন রায় চৌধুরী।
সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নেতা বদিউজ্জামান সরদার, বিএনপি নেতা আমিনুল ইসলাম, সাইফুল রহমান তারিক, লিপ্টন সরদার, আসলাম পারভেজ, পার্থ সারথী সরকার, পুজা উদযাপন কমিটির সন্তোষ কুমার সরকার, প্রজিৎ রায়, কল্লোল মল্লিক, নারায়ন ঘোষ, গৌরপদ মন্ডল, বিএনপি নেতা জিয়াউদ্দীন নায়েব, শাহিনুর রহমান, ফয়সাল রাশেদ ছনি, আবু ইসহাক, আবু হানিফ, বুলবুল আহমেদ, মিনারুল ইসলাম, কাজী সিফাত উল্লাহ, কাজী শুভ, জসিম গাজী, আজিজুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা